‘অপারেশন গঙ্গা’র (Operation Ganga) অধীনে দ্বিতীয় উদ্ধারকারী বিমানে দেশে ফিরলেন ইউক্রেনে আটকে থাকা আরও ২৫০ জন ভারতীয়। গতকালই রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে দিল্লির পথে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমান। সেটি রবিবার ভোরে দিল্লি (Delhi) বিমানবন্দরে অবতরণ করে। এদিন ভোরে দেশবাসীরা বিমান থেকে নামলে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। ইতিমধ্যেই তৃতীয় বিমানটিও রওনা দিয়েছে বুদাপেস্ট থেকে।
এর আগে ইউক্রেনে আটকে থাকা ২১৯ জন ভারতীয়কে নিয়ে শনিবার বুখারেস্ট থেকে দেশে ফেরে ‘অপারেশন গঙ্গা’র (Operation Ganga) প্রথম উড়ান। আটকে পড়া ভারতীয়দের নিয়ে তৃতীয় বিমানটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে রওনা দিয়েছে ভারতের (India) উদ্দেশ্যে।
আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের
কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আরও ভারতীয়দের ফিরিয়ে দিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, “প্রত্যেক নাগরিক ভারতে ফিরেছে। অনুগ্রহ করে আপনার সকল বন্ধু এবং সহকর্মীদের এই বার্তাটি পাঠান যে আমরা তাঁদের সঙ্গে রয়েছি এবং তাঁদের নিরাপদে ফিরে আসার নিশ্চয়তা দিচ্ছি।”
#FlyAI: We are proud to be part of #OperationGanga to fly home Indians. Thank you @JM_Scindia @MoCA_GoI @MEAIndia for giving us the privilege of fulfilling our duty to our Nation and our people.
It's an honour to work proactively with the Govt to operate these flights.
Jai Hind! pic.twitter.com/bJINMvwwuP— Air India (@airindia) February 26, 2022
২৪ ফেব্রুয়ারি ভোর থেকেই শুরু হয়েছে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। এখনো পর্যন্ত এই যুদ্ধে মারা গিয়েছে ইউক্রেনের সেনাসহ বহু সাধারণ মানুষ। ইউক্রেনে এখনও পরিস্থিতি ঘোরালো। সেখান থেকে ধীরে ধীরে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয়দের।