দু ‘একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া উত্তর ২৪ পরগনায় ভোট শান্তিতেই। এদিন উত্তর ২৪ পরগণার বারাসাত, বারাকপুর, ভাটপাড়া, খড়দহ, কামারহাটি, বনগাঁ-সহ মোট ২৫টি পুরসভায় ভোট হয়েছে। রবিবার সকাল থেকেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা যত গড়িয়েছে ততই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজরে পড়েছে । উত্তর ২৪ পরগণার প্রতিটি ওয়ার্ডেই ভোটারদের মধ্যে নিজের ভোট নিজে দেওয়ার উচ্ছ্বাস চোখে পড়েছে। অর্থাৎ ভোট শুধু ভোট ছিল না উৎসবে পরিণত হয়েছিল।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাংসদ অর্জুন সিং এদিন ফের এলাকা দখলের লড়াই শুরু করেন। ফলে পুরভোটের দিন সকাল থেকেই ফের শান্তিপূর্ণ এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করতে থাকে অর্জুন সিং তথা বিজেপি। কামারহাটির পুরসভার কয়েকটি ওয়ার্ডে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে । বিরোধীদের মদতে কিছু বহিরাগত দুষ্কৃতী বাইকে চেপে এসে এলাকায় তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে। বোমাবাজির অভিযোগও ওঠে। স্থানীয়রা তাড়া করায় বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডে বাসুদেবপুরে ব্যাপক বোমাবাজি হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। খড়দহ পুরসভায় কয়েকটি ওয়ার্ডেও বিরোধীদের মদতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।