Municipal Election 2022: নিজের বুথে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি

0
3

সকাল থেকেই বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে চলছে রাজ্যের ১০৮টি পৌরসভার ভোটগ্রহণ (Municipal Election) পর্ব। তবে বিজেপির(BJP) বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। কোথাও অর্জুন সিং( Arjun Singh) তো, কোথাও দিলীপ ঘোষ(Dilip Ghosh) আবার কোথাও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC)পালে হাওয়া এতটাই বেশি যে, এই পৌরসভার ভোট বিরোধীদের কাছে কার্যত অস্তিত্বরক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। তাই সম্মান বাঁচাতে মরিয়া বিজেপি সহ বিরোধীরা।

এরই মধ্যে বালুরঘাট (Balurghat)শহরের ২২ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর বুথে পুলিশের সঙ্গে বচসা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নিজের পাড়ার বুথেই পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে অজুহাত সুকান্তের। তাঁর বক্তব্য, বুথের ১০০ মিটারের মধ্যে ভিড় করছে বহিরাগতরা। অথচ তবুও পুলিশ চুপ, যা নিয়ে বচসা।

অন্যদিকে, তৃণমূলের প্রার্থী প্রদিপ্তা চক্রবর্তী পাল্টা বলেন, কেউ ভিড় করছে না। সবাই সাধারণ ভোটার। হার নিশ্চিত বলেই এই অভিযোগ করছে।

ভোট দিলেন তৃণমূলের ২ হেভিওয়েট প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ-রবীন্দ্রনাথ

এখানেই শেষ নয়। বালুরঘাট শহরে ২২ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুলেছে তৃণমূল। প্রতিবাদে রাতভর বিজেপির প্রার্থীর বাড়ির সামনে ধরনা দেন তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী। তৃণমূলের অভিযোগ, খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও গেরুয়া শিবিরের প্রার্থী ভোটের আগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করেছেন।