Kamarhati: বিরোধীদের আক্রমণ: কামারহাটিতে আহত তৃণমূলের প্রার্থী-এজেন্টরা, কমিশনে অভিযোগ শাসকদলের

0
1

সকাল থেকে অবাধ ও শান্তিপূর্ণ ভোট পর্ব চলছিল। বেলা বাড়তেই কামারহাটির (Kamarhati) কয়েকটি ওয়ার্ডে গোলমাল বাঁধানোর চেষ্টা করে বাম-কংগ্রেস (Left-Congress)। স্বাভাবিক ভাবেই প্রতিবাদ করেন তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। বচসা গড়ায় হাতাহাতিতে। আহত হন তৃণমূলের প্রার্থী-এজেন্ট-সহ ১২জন।

বিধায়ক মদন মিত্র (MAdan Mitra) বলেন, কামারহাটিতে এই ধরনের ঘটনা আগে হয়নি। নিশ্চিত হার জেনেই বিরোধীরা এই সব করছে। তবে, এসব করে তৃণমূলকে আটকানো যায় না। “মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে”।

আরো পড়ুন: বিরোধীদের আক্রমণ: কামারহাটিতে আহত তৃণমূলের প্রার্থী-এজেন্টরা, কমিশনে অভিযোগ শাসকদলের

বেলা ১২ টা পর্যন্ত কামারহাটিতে ভোটের হার কম থাকলেও এরপর বাড়তে শুরু করে। মদন মিত্র-সহ তৃণমূলের প্রার্থীরা অভিযোগ, ভোটাররা যাতে ভয় পেয়ে যায় তার জন্যই সকাল থেকে বিরোধীরা গোলমাল পাকাচ্ছে। তবে, শেষ পর্যন্ত জিতবে তৃণমূলই। পুলিশের ভূমিকা সদর্থক বলে প্রশংসা করেন মদন মিত্র।