বিরোধীরাই বলছেন ডায়মন্ড হারবারের তিন পুরসভায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট, নেই একটাও অভিযোগ

0
3

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে ডায়মন্ড হারবার, বজবজ ও মহেশতলা-এই তিনটি পুরসভায় ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। এই তিনটি যায়গা থেকে একটি অভিযোগও এদিন শোনা যায়নি। স্থানীয় এক তৃণমূল নেতা মারফৎ জানা যায় ডায়মন্ড হারবারের সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কেন্দ্রের দলীয় নেতৃত্বকে কড়া নির্দেশ দিয়েছিলেন যেন এই তিনটি পুরসভা থেকে কোনও অভিযোগ কানে না আসে। মানুষ তার নিজের ভোট নিজেই দেবেন। কোনওরকম গন্ডোগোল যেন না হয়। দিনের শেষে দেখা গেল, এই তিনটি পুরসভা থেকে একটি অভিযোগও বিরোধীরা করেননি। বরং তারা জানিয়েছেন এই তিন পুরসভায় ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। তাদের কোনও অভিযোগ নেই।

আরও পড়ুন- Book Fair: কোভিডের কারণে পিছিয়ে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা