সোমবার বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্ধকে কেন্দ্র করে তৎপর নবান্ন। রাত সাড়ে আটটায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব। রাজ্যের প্রতিটি জেলার ডিএম, সিপি ও এসপি-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব। মূলত বিজেপির ডাকা বন্ধ মোকাবিলায় রাজ্য সরকারের তরফে কি কি প্রস্ততি নেওয়া হচ্ছে বা কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করবেন মুখ্যসচিব। যেহেতু সপ্তাহের প্রথম দিনেই বন্ধ ডেকেছে বিজেপি সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফেও কিছু নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ভোটে সন্ত্রাসের অভিযোগে সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্ধ ডেকেছে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ডাকা হয়েছে। বিজেপি সূত্রে খবর, বন্ধ সফল করতে আগামিকাল রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নামবে। গেরুয়া শিবিরের অভিযোগ, বহু জায়গায় ভোট লুঠ হয়েছে। পুলিস বেশিরভাগ জায়গাতেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ১০৮ পুরসভাতেই নির্বাচনের নামে প্রহসন হয়েছে।
আরও পড়ুন- DG: বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই পুরভোট: মনোজ মালব্য, কড়া হাতে বনধ মোকাবিলার বার্তা


































































































































