একের পর এক EVM ভাঙা, মানুষের সমর্থন না পেয়ে নয়া কৌশল বিজেপির?

0
2

প্রথমে বারাসত, তারপর ভাটপাড়া। বাদ যায়নি বসিরহাটও। রবিবার পুরভোট শুরু হতেই একের পর এক ইভিএম ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মানুষের সমর্থন না পেয়ে ইভিএম ভেঙে ভোটে জেতার নয়া কৌশল নিল বিজেপি? উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেইও বারাসত ও বসিরহাটে ভোট চলাকালীন ইভিএম ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি প্রার্থীকে।

আরও পড়ুন: WB Municipal Election: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে EVM ভাঙার অভিযোগ, গ্রেফতার প্রার্থী

অন্যদিকে বুথে বসতে না দেওয়ার অজুহাত দেখিয়ে ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর বুথেও উত্তেজনা ছড়ায়। সেখানেও ইভিএম ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তবে প্রার্থী নয়, তাঁর দলবল ইভিএম ভেঙেছেন বলে অভিযোগ।যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

উত্তর ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডেও ইভিএম ভেঙে ফেলেছেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী সুবোধ বন্দ্যোপাধ্যায়৷ যদিও ওই বুথের প্রিসাইডিং অফিসার দাবি করেন, ইভিএম-এর কোনও ক্ষতি হয়নি৷