Bhatpara: অর্জুনের ‘দাদাগিরি’তে অশান্তি ভাটপাড়ায়: পুলিশকে ধাক্কা বিজেপি সাংসদের

0
3

বিধিভেঙে রবিবার সকাল থেকেই ভাটপাড়া (Bhatpara) জুড়ে দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। পুলিশ তাঁকে বাধা দিলে রীতিমতো তেড়ে যান তিনি। পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের দিকে এগিয়ে যান।

এদিন সকালে ভাটপাড়া পুরসভার (Municipality) ১৭ নম্বর ওয়ার্ড, নিজের ওয়ার্ডেই, ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন বিজেপি (BJP) সাংসদ। পরে অবশ্য এর অন্য ব্যাখ্যা দেন তিনি। এরপরই ভোটের ময়দানে দলবল নিয়ে নামেন অর্জুন। এলাকায় উত্তেজনা থাকায় বিজেপি সাংসদকে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানায় পুলিশ। অর্জুনের গাড়ি দেখেই বিরক্ত হন স্থানীয়রা। সুষ্ঠু ভোটগ্রহণে তিনি অযথা উত্তেজনা সৃষ্টি করেছেন দেখেই রাস্তার উপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীদের রীতিমতো তেড়ে আসতে যান অর্জুন সিং। পুলিশকেও অশালীন ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু অভিযোগ, বারবারই নিজের সংসদীয় এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেন অর্জুন সিং।