Arijit Singh: স্ত্রীকে নিয়ে স্কুটি চেপে ভোটকেন্দ্রে অরিজিৎ সিং

0
1

তিনি মুর্শিদাবাদের ভূমিপুত্র। বারবার সেই ঘোষণা করেছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জের আজিমগঞ্জের বাসিন্দা অরিজিৎ কিন্তু শিকড়ে সঙ্গে সম্পর্ক কখনোই ছাড়েননি। সে কারণেই সস্ত্রীক ভোট দিতে হাজির হলেন রবিবার। বিকেল ৫ নাগাদ ভোট দিলেন জিয়াগঞ্জের আজিমগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরিজিৎ। স্ত্রীকে নিয়ে স্কুটিতে করে ভোট কেন্দ্রে আসেন তিনি।

ভূমিপুত্র দেশের তা বড় গায়কদের মধ্যে অন্যতম। সেই গর্ব রয়েছে জিয়াগঞ্জের। তবে একেবারেই সাদামাটা পোশাকে স্কুটিতে অরিজিৎকে দেখে আপ্লুত স্থানীয়রা। খ্যাতি যে তাঁকে মাটি থেকে বিচ্ছিন্ন করেনি তা আবার প্রমাণ করলেন অরিজিৎ।