ইউক্রেনে আটকে পড়া প্রবাসী বাঙালির ও বাংলার নাগরিকদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। আর কন্ট্রোল রুমের নম্বরে পড়তেই শতাধিক ফোন আসে নবান্নে। যাঁরা ফোন করেছিলেন, তাঁদের অধিকাংশই পড়ুয়া।

তাঁদের নাম, ইউক্রেনে তাঁরা কোথায় রয়েছেন সেই সব তথ্যই নথিভুক্ত করা হয়েছে। সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের কাছে। ১০৭০ অথবা ২২১৪৩৫২৬ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাচ্ছে নবান্নের বিশেষ কন্ট্রোল রুমে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এক আইএএস অফিসারের নেতৃত্বে চলছে এই কন্ট্রোল রুম।
আরও পড়ুন:Weather forecast : শনিবার আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও রবিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস











































































































































