Wrdhhiman Saha: ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকি, গঠন করা হল তিন সদস্যের কমিটি, জানাল বিসিসিআই

0
2

ঋদ্ধিমান সাহাকে (Wrdhhiman Saha) সাংবাদিকের হুমকি দেওয়া হোয়াটসঅ্যাপ মেসেজের তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এই কমিটিতে রয়েছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং। পরের সপ্তাহ থেকেই শুরু করবেন তাঁরা কাজ। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ।

গত শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণার পরে রাতেই হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঋদ্ধিমান সাহা। সেখানে দেখা যায় ওই সাংবাদিক ঋদ্ধির সাক্ষাৎকার নিতে চাইছিলেন। ঋদ্ধি সাক্ষাৎকার না দেওয়ায় রেগে গিয়ে হুমকি দিতে থাকেন তিনি। ঋদ্ধিমান সেই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস