Ranji Trophy: সদ্যোজাত কন্যাসন্তানকে হারিয়ে মাঠে নেমে শতরান বরোদার ক্রিকেটারের

0
10

কয়েক দিন আগেই নিজের সদ্যোজাত কন্যাসন্তানকে হারিয়েছেন বরোদার( Baroda) ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কি (Vishnu Solanki)। গত ১১ ফেব্রুয়ারি বিষ্ণু নিজের কন্যার জন্মের খবর পান বিষ্ণু। কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যেই, বিষ্ণু জানতে পারেন যে তার মেয়ে আর বেঁচে নেই। সেই সময় ভুবনেশ্বরে বরোদা দলের সঙ্গে ছিলেন বিষ্ণু। খবর পেয়ে মেয়ের অন্ত্যোষ্টিকার্য সেরে তিন দিনের মধ্যে আবার দলের সঙ্গে যোগ দেন তিনি। আর তারপরই চন্ডীগড়ের বিরুদ্ধে মাঠে নেমে অনবদ্য শতরান বরোদার ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কির।

শুক্রবার ভুবনেশ্বরে চন্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে শতরান করেন বরোদার ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কি। ১৬৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন বিষ্ণু। আর বিষ্ণুর এই ইনিংসের পরই তাকে কুর্নিশ জানায় সতীর্থরা।

এদিন বিষ্ণুর এই অসাধারণ ইনিংসকে কুর্নিশ জানিয়ে তাঁর সতীর্থ শেল্ডন জ্যাকসন নিজের টুইটারে লেখেন, “দুর্দান্ত একজন ক্রিকেটার বিষ্ণু সোলাঙ্কি। আমার পরিচিতদের মধ্যে সব থেকে কঠিন মনের ক্রিকেটার ও।”

https://twitter.com/ShelJackson27/status/1497235739855122439?s=20&t=zuHiuvtdWKrhqLN03yNlkw

আরও পড়ুন:India Team: শনিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া