Anis Death : দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে গিয়ে আমতায় বাধার মুখে সিট

0
1

শনিবার ভোরে আমতায় গিয়ে গ্রামবাসীদের প্রবল বাধার মুখে পড়েন সিটের সদস্যরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আনিসখানের দেহের (anis khan death) দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য সিটের প্রস্তাবে সম্মতি দিয়েছিল হাইকোর্ট। সেই অনুযায়ী শনিবার ভোরে আমতায় আনিসের গ্রামে গিয়ে কবর খুঁড়ে দেহ তোলার কাজ শুরু করতে যায় সিটের সদস্যরা । সঙ্গে ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট এবং বিশাল পুলিশবাহিনী । কিন্তু কাজ শুরু করতেই বাধা দেন গ্রামবাসীরা । জানা গিয়েছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ বারবার গ্রামবাসীদের বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা পিছু হটেননি। আনিসের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের দাবি এদিন ভোরেই যে আনিসের দেহ তোলা হবে তা আগাম জানানো হয়নি। পুলিশ কিছু খবর না দিয়েই দেহ তুলতে চলে এসেছে। তাই গ্রামবাসীরা পুলিশকে আটকাতে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে। ফলে শনিবার ভোরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় আনিসের গ্রাম ঘিরে। শেষে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে হয় পুলিশকে।

সিট -এর তরফে জানানো হয়েছে এভাবে বারবার বাধাপ্রাপ্ত হতে হতে তদন্তের কাজ শ্লথ হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে সিটকে তদন্ত প্রক্রিয়া শেষ করে রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু এভাবে তদন্ত বারবার বাধাপ্রাপ্ত হলে সেই সময়সীমার মধ্যে কীভাবে তদন্ত প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে তাই নিয়ে যারপরনাই চিন্তায় সিট সদস্যরা।