এবার কি ‘ফাদার অফ অল বম্বস’ ব্যবহার করবে রাশিয়া? সেরকমই ছক কষছে রাশিয়া। একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম সেই ধরণের ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক মহলে প্রবল উত্তেজনা। যুদ্ধ শুরু করার পর একদিকে সাঁড়াশি আক্রমণ, অন্যদিকে সাইবার হামলার পর রাশিয়ার এই ভয়ানক আক্রমণের খবরে আতঙ্ক সর্বত্র। পুটিনকে এই হামলা থেকে বিরত করতে আন্তর্জাতিক মহল উদ্যোগী।
কী এই ‘ফাদার অফ অল বম্বস’?
অতি শক্তিধর একটি থার্মোব্যারিক বোমা। বিশাল শক্তিশালী ৪৪ টনের টিএনটি বোমা। যা বিস্ফোরণের পর ক্ষতি করতে পারে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা। বিমান থেকে এই এফওএবি বোমা ফেলা হয় হামলাস্থলে। মাঝ আকাশেই এটিকে ডিটোনেট করা হয়। এই বোমা ফাটার পর বিশাল শকওয়েভ তৈরি হয়। তাপমাত্রা এতটাই সৃষ্টি হয় যে তাতে ক্ষতির পরিমাণ বিশাল হয়। প্রচুর মৃত্যু আর ধ্বংসলীলা চালানোর ক্ষমতা রাখে। ২০০৭-এ এই বোমা তৈরি করে রাশিয়া। আমেরিকার ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি-র থেকে চার গুণ শক্তিশালী এফওএবি।
মাদার অব এল বম্বস’ রয়েছে বাইডেনের কাছে। ২০১৭ সালে ইসলামিক দেশগুলির বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। সেই বোমায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু সংখ্যা কত তা জানা যায়নি। কিন্তু সংখ্যাটা যে বিশাল, তা বলার অপেক্ষা রাখে না।
চিনের হাতেও রয়েছে মাদার অব অল বম্বস। আমেরিকাকে টেক্কা দিতেই এই বোমা তৈরি করেছে চিন। ২০১৯-এ সেই বোমার পরীক্ষাও করে তারা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.