‘বিটকয়েন’ বেআইনি কী না তা স্পষ্ট করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

0
1

‘বিটকয়েন’ বেআইনি কী না তা স্পষ্ট করতে কেন্দ্রকে নির্দেশ দিল  দেশের শীর্ষ আদালত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সূর্যকান্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ কেন্দ্র সরকারের প্রতিনিধি অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) ঐশ্বর্য ভাটিকে এই বিষয়ে আলোকপাত করতে বলেন ।শুক্রবার আদালত  বিটকয়েন কেলেঙ্কারিতে অভিযুক্ত অজয় ​​ভরদ্বাজ-এর দায়ের করা একটি আবেদনের শুনানি চলাকালীন একথা জানতে চায়।

অজয় ​​ভরদ্বাজ  শীর্ষ আদালতের কাছে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি বাতিল করার আবেদন জানিয়েছেন । উল্লেখ্য, দুই ভাই অজয় ভরদ্বাজ এবং অমিত ভরদ্বাজ বিনিয়োগকারীদের বিশাল আয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি মাল্টি-লেভেল মার্কেটিং স্কিম চালানোর অভিযোগে অভিযুক্ত। আইএনসি ৪২ সংবাদ পোর্টালের মতে, ঐ কেলেঙ্কারির আর্থিক পরিমাণ প্রাথমিকভাবে ২০০০ কোটি টাকা ছিল। কিন্তু বিটকয়েনের মূল্য বৃদ্ধির পর তা ২০ হাজার কোটিতে পৌঁছেছে । অতিরিক্ত সলিসিটর জেনারেল শুক্রবার আদালতে বলেছেন, মামলায় ৮৭,০০০ বিটকয়েন জড়িত এবং অভিযুক্ত তদন্তে সহযোগিতা করছে না। বিচারপতি সূর্যকান্ত বলেন, “বিটকয়েন কী বেআইনি নাকি। এ বিষয়ে সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে।” আদালত অভিযুক্তকে গ্রেফতার থেকে অন্তর্বর্তী সুরক্ষা মঞ্জর  করে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেন। আবেদনকারী-অভিযুক্তদের পক্ষে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট পিসি সেন।