দমদমে ৪ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী প্রয়াত

0
3

আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা। আগামী ২৭ ফেব্রুয়ারি, রবিবার রাজ্যুজুড়ে ১০৮টি পৌরসভা নির্বাচন। আজ, শুক্রবার প্রচার শেষ হচ্ছে। রাজনৈতিক দলগুলির পাশাপাশি চূড়ান্ত প্রস্তুতি চলছে রাজ্য নির্বাচন কমিশনের।

আরও পড়ুন: Ukraine Russia: রাশিয়া কি এবার ‘ফাদার অফ অল বম্বস’ ব্যবহার করতে চলেছে রাশিয়া!


ঠিক তার আগে বৃহস্পতিবার দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী দীপেন মজুমদার প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৮ বছর। দমদমের মতিলাল কলোনি এলাকায় তাঁর বাড়ি। ১৪ ফেব্রুয়ারি তিনি প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেদিন থেকেই এয়ারপোর্ট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন মারা গিয়েছেন। এই ওয়ার্ডে ২৭ তারিখ ভোট হবে না বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।