Debolina-Tathagata:দূরত্ব ঘুচিয়ে আবার কাছাকাছি দেবলীনা-তথাগত,সম্পর্কের বরফ গলল কি?

0
1

সেই তো আবার কাছে এলে! দেবলীনা-তথাগতকে (Debolina-Tathagata) এক ফ্রেমে দেখার পর ঠিক এমন কথাই বলছেন নেটিজেনরা। দেবলীনার পরনে পৈঠানি কারুকার্যের লহেঙ্গা, সিঁথি ভর্তি সিঁদুর,মাথায় সাদা ফুলের মালা,ঠিক যেন নব বধূ । অন্যদিকে জমকালো পাঞ্জাবি সঙ্গে মানানসই ধুতি, ঠিক যেন বিয়ের বর, এভাবেই ধরা দিলেন তথাগত(Tathagata)।প্রকাশ্যে এই ছবি আসতেই অনেকেরই প্রশ্ন, তবে কি সম্পর্কের বরফ গলল?

থামল রক্তক্ষরণ: অবশেষে ঘুরে দাড়াল শেয়ারবাজার, প্রায় ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

উল্লেখ্য দেবলীনা-তথাগত(Debolina-Tathagata),বিনোদন জগতের (Entertainment Industry) এই তারকা দম্পতি কিছুদিন ধরেই আলোচনার শিরোনামে। দুটিকে জুটিতে বেশ মানায়। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন বেশ কয়েক বছর আগে। কিন্তু সম্প্রতি সম্পর্কে ফাটল। ব্যক্তিগত কারণে একে অন্যের থেকে দূরে সরে গেছেন তাঁরা। তাঁদের অনুরাগীরা প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন? কিন্তু একই ফ্রেমে ধরা দিয়ে যেন জল্পনায় জল ঢাললেন অভিনেতা-অভিনেত্রী(Actor-Actress)। তবে কি সমীকরণে কি কিছু পরিবর্তন এল? চোখে-চোখ রেখে, হাতে-হাত রেখে শুধুই কি পেশাদারি দায়বদ্ধতায় এভাবে প্রকাশ্যে এলেন তাঁরা? যখন সবার মনে হাজারও প্রশ্ন, তখন মুখ খুললেন দেবলীনা-তথাগত (Debolina-Tathagata)।

বুধবার শহরে একটি বুটিকে ওয়েডিং কালেকশন লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেত্রী দেবলীনা বললেন, পেশাদারিত্ব তো বটেই। কাজের প্রয়োজনে কারোর সঙ্গে এক ফ্রেমে আসাটা কাজেরই অঙ্গ। পাশাপাশি যাঁরা ভেবেছিলেন এরপর আর দেবলীনা-তথাগতকে একসঙ্গে এক ফ্রেমে দেখা যাবে না, তাঁদেরকে অপেশাদার বলে কটাক্ষও করেন দেবলীনা। অন্য দিকে, তথাগত খুব শান্ত ভাবে জানান, তাঁদের নিয়ে যে আলোচনা বা সমালোচনা সেসব ছেলেমানুষি । তিনি জানান পৃথিবীতে কোনও কিছুই স্থায়ী নয়। পরিবর্তনই একমাত্র স্থায়ী। সুতরাং আজ যেটা ভাবছি, কাল সেটার পরিবর্তন হয়ে যাবে। তথাগত বলেন, ” যারা ভেবেছিলেন আর আমাদের একসঙ্গে দেখা যাবে না অথবা আমরা একসঙ্গে কাজ করব না, এটা তাঁদের সীমাবদ্ধতা বা ছেলেমানুষি বলে আমার মনে হয়।” স্বভাবতই এই মন্তব্যের পর নতুন করে জল্পনা জন্ম নিয়েছে। তাহলে কি সত্যিই ‘দূরত্ব’ কমল?