ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে আরামবাগের (Arambagh) দেবার্ঘ্য পোড়ে (Debarghya)। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন দেবার্ঘ্যের বাবা, মা ও ঠাকুমা। আরামবাগের (Arambagh) বৃন্দারামপুর এলাকার বাসিন্দা আশিস ও কৃষ্ণা পোড়ের একমাত্র ছেলে দেবার্ঘ্য সালে নভেম্বর মাসে সে ইউক্রেনের (Ukraine) lviv শহরে Danylo Halytsky lviv national medical University 2021-তে পড়তে যান। এখন আর বাড়ি ফিরতে পারবেন না তিনি। বাবা-মা কোনোরকমে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যোগাযোগ রাখছেন। ইতিমধ্যেই দেবার্ঘ্য জানিয়েছেন সেখানে জলের অভাব দেখা দিয়েছে। আকাশে উড়ছে যুদ্ধ বিমান। পাশাপাশি শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। আতঙ্কিত গোটা এলাকা। বিদ্যুৎ সংযোগের সমস্যায় মোবাইলে চার্জ দিতে পারছেন না। খাবারও প্রায় শেষ।
বাড়ি ফেরার জন্য এখনও পর্যন্ত কোনও ব্যবস্থাও হয়নি। আতঙ্কের মধ্যে রয়েছেন দেবার্ঘ্য সঙ্গে থাকা কয়েক হাজার ভারতীয় মেডিক্যাল পড়ুয়া। সবাই এখন দিন গুনছেন কবে বাড়ি ফিরবেন। সরকারের কাছে মা-বাবার কাতর আবেদন, তাঁদের ছেলে দেবার্ঘ্যকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক।
তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে আনার হুমকি অধীরের বিরুদ্ধে, বহরমপুরে উত্তেজনা