Bengal: দিনের শেষে হায়দরাবাদের বিরুদ্ধে ৫৩ রানে এগিয়ে বাংলা

0
7

রঞ্জি ট্রফিতে ( Ranji Trophy) প্রথম দিনটা যদি হয় বাংলার ব‍্যাটার অভিষেক পোড়েলের, তবে দ্বিতীয় দিনটা বোলার মুকেশ কুমারের। তাঁর চার উইকেটে কারণে ২০৫ রানে ইনিংস শেষ করে হায়দরাবাদ। দিনের ৫৩ রানে এগিয়ে অভিমন‍্যু ইশ্বরনের দল।

দিনের শুরু থেকেই দাপট দেখায় বাংলার বোলাররা। শুরুতেই ধাক্কা দিতে থাকে হায়দরাবাদের ব‍্যাটারদের। তবে হায়দরাবাদের হয়ে লড়াই চালান টি রবি তেজা। ৮১ রানে অপরাজিত থাকেন তিনি। থঙ্গরাজন করেন ৫২ রান। বাংলার হয়ে চার উইকেট নেন মুকেশ কুমার। একটি করে উইকেট নেন ইশান পোড়েল, আকাশদীপ, সায়ন মণ্ডল, শাহবাজ আহমেদ, মনোজ তিওয়াড়ি।

দ্বিতীয় ইনিংসে ৩৭ রানের লিড নিয়ে খেলতে নামে বাংলা। দিনের শেষে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামির উইকেট হারিয়ে ১৬ রান বাংলার। ক্রিজে রয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১০ রানে অপরাজিত তিনি এবং ঋত্বিক রায় চৌধুরী ৩ রানে অপরাজিত তিনি। তৃতীয় দিনে বড় রান তোলার লক্ষ্য নিয়ে নামবেন অভিমন্যুরা।

আরও পড়ুন:Russia-Ukraine: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে নতুন সূচি উয়েফার, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম‍্যাচ হবে ফ্রান্সে