Anis Khan : আনিস কাণ্ডে আমতার অপসারিত ওসি দেবব্রত চক্রবর্তীকে ফের ভবানী ভবনে তলব

0
2

আনিস খান(Anis Khan) হত্যাকাণ্ডে কলকাতা হাইকোর্টের(Kolkata high court) হস্তক্ষেপের পর ক্রমশ স্বাভাবিক হচ্ছে আমতা(Amta)। নিজের অবস্থান থেকে সরে এসে তদন্তে সিটকে (SIT)সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন বাবা সালাম খান(Salam Khan)। বৃহস্পতিবার রাতেই সিটের তদন্তকারীদের সঙ্গে কথা হয়েছে নিহত ছাত্রনেতার বাবার। আজ, শুক্রবার(Friday) টিআই প্যারেড করা হবে।

এদিকে এদিন ফের ভবানী ভবনে তলব করা হয় আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী-সহ মোট ১০ পুলিশ কর্মীকে। আমতার স্থানীয় এক টোটো চালককে ডেকে পাঠানো হয়েছে।