Anis Death : হাইকোর্টের নির্দেশে সিটের কাছে আনিসের মোবাইল জমা দিল পরিবার

0
4

হাইকোর্টের নির্দেশে সিটের সদস্যদের কাছে আনিস খানের মোবাইল জমা দিলেন মৃত ছাত্রনেতার পরিবার। শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া  উপ-সংশোধনাগারে  সিটের সদস্যদের হাতে মোবাইল হস্তান্তর করা হয়। আনিসের ব্যবহৃত মোবাইল নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিটকে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । আনিসের বাবা সালেম খান এবং দাদা সাবির খান প্রথম থেকেই জানিয়েছিলেন আদালত বললে বা সিবিআই তদন্ত করলে তবেই তাঁরা মোবাইল তাদের হাতে তুলে দেবেন। এদিন বিকেলেই উলুবেড়িয়া উপ-সংশোধনাগারে টি আই প্যারেডে যান আনিস খানের বাবা। তবে তিনি কাউকেই শনাক্ত করেননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে, আমতায় আনিসের বাড়িতে গেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং  সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিকে শুক্রবারও ফের আনিসের মৃত্যুর প্রতিবাদে আমতা থানার সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুব সংগঠন। পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করে। ধুন্ধুমার কাণ্ড শুরু হয় আমতা থানা সংলগ্ন এলাকা জুড়ে।  বাম ছাত্র সংগঠনের নেতৃত্বে বার বার এই বিক্ষোভ অবরোধের জেরে আনিস মৃত্যু তদন্তের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। আনিসের  মৃত্যুর রহস্য উদঘাটনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  কড়া অবস্থান নিয়েছেন।  মুখ্যমন্ত্রী মৃত ছাত্রনেতার পরিবারকে আশ্বাস দিয়েছেন, যে নিরপেক্ষ তদন্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দ্রুত কাজ শুরু করেছে সিট। যদিও, আনিসের পরিবারের তরফ থেকে তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা মিলছিল না বলে অভিযোগ উঠেছিল। তবে, মুখ্যমন্ত্রী দ্রুত তদন্ত শেষ করে ১৫দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।