Anis Case:আনিস রহস্য মৃত্যু!বিচারকের সামনে আজ অভিযুক্তদের টি আই প্যারেড

0
1

আনিসের রহস্য মৃত্যু উন্মোচনে তৎপর সিট। শুক্রবার ধৃত কাশীনাথ বেরা এবং প্রীতম ভট্টাচার্যকে বিচারকের কাছে আনা হচ্ছে। বিচারকের উপস্থিতিতে টি আই প্যারেড করানো হবে দুই অভিযুক্তকে। এবং উলুবেড়িয়া আদালতে উপস্থিত থাকবেন আনিসের বাবা  সালেম খান। হবে টি আই প্যারেড। ধৃত অভিযুক্তরা সেদিন আনিসের বাড়ি গিয়েছিলেন কিনা, তা চিহ্নিত করবেন। এই টি আই প্যারেড নিশ্চিতভাবে তদন্তের গতিপ্রকৃতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আরও পড়ুন: যুদ্ধ শেষে হবে দেখা? চোখের জল থামছে না আন্দুল নিবাসী ইউক্রেনের ইরিনার

বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশের পর সিটের তদন্তকারি দল সালেম খানের বয়ান রেকর্ড করেছেন। অন্যদিকে পরিবারের দাবি মেনে আনিসের সমাধিস্থলে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আদালতে নির্দেশ মেনে প্রয়োজন হলে দ্বিতীয়বার ময়নাতদন্ত হতে পারে।