ইউক্রেনে এখন যুদ্ধের দামামা। মুহুর্মুহু বোমাবর্ষণ, তীব্র বোমাবর্ষণ। ইউক্রেনের এই যুদ্ধ পরিস্থিতিতে ঘুম উড়েছে ইউক্রেনে আটকে থাকা বঙ্গের পড়ুয়াদের। ছেলের ঘরে ফেরার প্রহর গুণছে বসিরহাটের অর্পণ মণ্ডলের পরিবার। সারাক্ষণ টিভির দিকে তাকিয়ে রয়েছেন তাঁর আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব সকলে। কারণ তাঁদের একমাত্র ছেলে(২২) ইউক্রেনে রয়েছে।

আরও পড়ুন: Ukraine Russia:’বাড়িতেই থাকুন,’ নাগরিকদের জন্য বার্তা দিল ভারতীয় দূতাবাস

অর্পণ মণ্ডল।বসিরহাট মহকুমার বসিরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক রামপদ মণ্ডল ও চন্দনা মণ্ডলের একমাত্র সন্তান। ২০১৯ সালে ইউক্রেনে গিয়েছে এমবিবিএস পড়তে। এখন তিনি ইউক্রেনের দিনাপ্রো পেট্রোভ্যাকক্স শহরে রয়েছেন। সেই শহরের দিনাপ্রো পেট্রোভ্যাদক্স মেডিক্যাল ইনস্টিটিউটে পড়েন।

এছাড়াও রয়েছেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা স্বাগতা সাধুখাঁ। কিয়েভে এমবিবিএসের তৃতীয় বর্ষের পড়ুয়া স্বাগতা। আরেক ভারতীয় কীর্তিসোম চৌধুরী আদতে পাঞ্জাবের বাসিন্দা হলেও তাঁর মায়ের বাড়ি হলদিয়ায়।বৃহস্পতিবার সকাল থেকে রাশিয়া যখন ইউক্রেনের উপর একের পর এক হামলা চালাচ্ছে।সেই থেকেই ঘুম কেড়েছে ভয়ানক শব্দের আওয়াজে। ইতিমধ্যে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় বেশ কিছু পড়ুয়া ইউক্রেন থেকে ভারতে ফিরতে সফল হয়েছেন। কিন্তু রাশিয়ার হামলার পর এয়ার ইন্ডিয়ার একটি বিমান সেখানে গিয়ে কাউকে না নিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে। যার জেরে আটকে গিয়েছেন অর্পণ,স্বাগতা,কীর্তিরা।
 
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































