মুহুর্মুহু বোমাবর্ষণ, গর্জন যুদ্ধবিমানের, ভিড় বাঙ্কারে, প্রাণভয়ে কিভ ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ। ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যেই। সূত্রের খবর, যুদ্ধ ঘোষণার পরই ইউক্রেন (Ukraine) হামলা চালায় রাশিয়ার উপর। এরপরই হামলায় মৃত্যু হয় ৫০ রুশ সেনার, ধ্বংস হয় এক যুদ্ধ বিমানও দাবি ইউক্রেনের।
এরপর রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের উপর হামলার ঘোষণা করেন। তার পর থেকেই একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র হামলা চলছে কিভে। বোমারু বিমানগুলি শহর কাঁপিয়ে উড়ে যাচ্ছে। নিজেদের প্রাণ বাঁচাতে গাড়ি নিয়ে শহর ছাড়ছে সাধারণ মানুষ।
আরও পড়ুন – রাশিয়া- ইউক্রেন যুদ্ধ: রেকর্ড দাম বৃদ্ধি অপরিশোধিত তেলের, ভারতে কী কী জিনিসের দাম বাড়বে?
ইউক্রেনের (Ukraine) এক সাংসদ সোফিয়া ফেডিনা বৃহস্পতিবার জানিয়েছেন, রুশবাহিনীর হামলা থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে তাঁদের বাঙ্কারগুলি প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তার জন্য ওই বাঙ্কারগুলিতে নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু সরকারের সেই আশ্বাসে যেন ভরসা রাখতে পারছেন না কিভের বাসিন্দারা। রাশিয়া দাবি করে, জনবসতি এলাকায় নয়, ইউক্রেনের সামরিক এবং বিমানঘাঁটিতে হামলা চালানো হবে। রাশিয়ার সেই আশ্বাসেও ভরসা রাখতে পারছেন না ইউক্রেনের নাগরিকরা। চার দিকে এখন শুধুই জন সাধারণের ভিড়। সকলের মুখেই একটা আতঙ্কের ছাপ। মেট্রো স্টেশনগুলি বর্তমানে অস্থায়ী আশ্রয় শিবিরে পরিণত হয়েছে।