EastBengal: ইস্টবেঙ্গল ক্লাবে জমকালো অনুষ্ঠান, লাল-হলুদে উপস্থিত বসুন্ধরা গ্রূপের কর্ণধার সোবহান তানভীর

0
1

ইস্টবেঙ্গল ক্লাবে ( EastBengal) জমকালো অনুষ্ঠান। দুই দেশের মেলবন্ধন। এপার বাংলা ওনার বাংলার মেলবন্ধন। বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে হয়ে গেল বর্ণাঢ্য সংবর্ধনা সভা। লাল-হলুদের এই অনুষ্ঠানে বৃহস্পতিবার এসেছিলেন বসুন্ধরা গ্রূপের কর্ণধার সোবহান তানভীর ও তাঁর স্ত্রী সাবরিন তানভীর। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও। এই অনুষ্ঠানে আজীবন সদস্যপদ দিয়ে সোবহান তানভীরকে সম্মানিত করা হয় ইস্টবেঙ্গলের তরফ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত।

ইস্টবেঙ্গল ক্লাবে এসে সোবহান তানভীর বলেন,” ইস্টবেঙ্গল ক্লাবকে নিজের ক্লাব বলেই সবসময় ভেবেছি। তাই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যখন আমন্ত্রণ আসে তখন আর ‘না’ বলিনি। আর আজকের এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে হৃদয় দিয়ে আমাদের কাছে টেনে নিয়েছেন, আমরাও চাই দুই বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ ও সাধারন মানুষ আগামী ভবিষ্যতে আরো কাছাকাছি আসতে পারে। আমরা আন্তরিক ভাবে এই কাজে সচেষ্ট হব।”

এই অনুষ্ঠান নিয়ে লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার বলেন,” আজ সেই হৃদয়ের টানেই দুই বাংলার আবার এক সঙ্গে চলা প্রয়োজন। সোবহান ভাই এবং ইস্টবেঙ্গল ক্লাব মিলিত ভাবে দুই বাংলার সমন্বয়ের কাজ করতে পারে।”

এদিকে সবশেষে সোবহান তানভীরকে জিজ্ঞেস করা হয় যে তিনি ভবিষ্যতে ইস্টবেঙ্গলের সঙ্গে চলতে চান কি না, উত্তরে সরাসরি তেমন কিছু না বললেও ইতিবাচক একটি দিক কিন্তু দিয়ে যান তিনি। তেমন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,” এখনই কিছু বলা যাচ্ছে না। তবে হলে অবশ্যই ভালো হয়। পুরো ব্যাপারটাই আলোচনা সাপেক্ষ।”

আরও পড়ুন:Icc: কোভিডের কথা মাথায় রেখে মহিলা বিশ্বকাপে বড় সিদ্ধান্ত নিল আইসিসি