যুদ্ধ শুরু হতেই মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

0
1

আশঙ্কা ছিলই, এবার ইউক্রেনের(Ukraine) বিরুদ্ধে রাশিয়া(Russia) যুদ্ধ ঘোষণা করতে বড়সড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। সকালে বাজার খুলতেই ২০০০ পয়েন্টের বেশি পড়ে যায় সেনসেক্স। প্রায় ৬০০ পয়েন্ট পড়ে যায় নিফটিও। সব মিলিয়ে বিপুল লোকসানের মুখে বিনিয়োগকারীরা। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স(Sensex) ১৮১৩ পয়েন্ট পড়ে ৫৫ হাজার ৪১৮ পয়েন্টে খোলে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের(NSE) সূচকও ৫১৪ পয়েন্ট পড়ে ১৬ হাজার ৫৪৮ পয়েন্টে খোলে।

সকাল পৌনে দশটা নাগাদ সেনসেক্স ২,০২০.৯০ পয়েন্ট অর্থাৎ ৩.৫৩ শতাংশ পড়ে গিয়ে ৫৫,২১১.১৬ পয়েন্টে মেমে আসে। এছাড়া নিফটি ৫৯৪.৪০ পয়েন্ট অর্থাৎ ৩.৪৮ শতাংশ পড়ে গিয়ে ১৬,৪৬৮-তে লেনদেন করছিল। ব্যাঙ্ক নিফটি থেকে শুরু করে নিফটি ৫০ সমস্ত শেয়ার নিম্নমুখী লেনদেন করে। পরিস্থিতি যা তাতে আগামী দিনেও যুদ্ধ পরিস্থিতি প্রভাব পড়বে শেয়ারবাজারে। ফলে এখনই বাজারে কোন রকম বিনিয়োগের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।