গ্রুপ সি মামলায় এবার তদন্ত কমিটি গঠন করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, “কেউই আইনের উর্দ্ধে নয়। যে আইন ভাঙবে তাকে শাস্তি পেতেই হবে। সেইসঙ্গে নিজেদের পর্যবেক্ষণে আদালত আরও জানিয়েছে, এই নিয়োগের ক্ষেত্রে একটা দুর্নীতি হয়েছে ঠিকই। কিন্তু সেক্ষেত্রে কে দোষী কিংবা কারা দোষী তা জানতে হলে তদন্ত কমিটি গড়ে পূর্ণাঙ্গ তদন্ত করা প্রয়োজন প্রয়োজন। আদালতের নির্দেশে আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে।
বিচারপতি আর কে বাগের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।










































































































































