ফ্রাইং প্যান দিয়ে পিটিয়ে মাকে খুন করল মেয়ে!

0
4

অশান্তি শুরু হয়েছিল বাসন মাজা নিয়ে। সেই অশান্তির জেরে রাগের বশে মাকে ফ্রাইং প্যান দিয়ে পিটিয়ে মারল ১৪ বছরের মেয়ে। মঙ্গলবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায় (Greater Noida)।

পুলিশ জানিয়েছে, গ্রেটার নয়ডার (Greater Noida) ৭৭ নম্বর সেক্টরের এক আবাসনের ১৪ তলায় মেয়েকে নিয়েই থাকতেন ওই মহিলা। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই মহিলার ঘর থেকে চিৎকার-চেঁচামেচি শব্দ আসছিল। কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার মেয়ে ছুটে এসে তাঁদের জানায় যে, তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছেন। প্রতিবেশীরা ফ্ল্যাটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় ওই মহিলা পড়ে আছেন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম, দাবি রাশিয়ার

চিকিৎসকরা জানিয়েছেন, ফ্রাইংপ্যানের আঘাতেই মাথায় গভীর চোট লাগে। সে কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার সঙ্গে আগেই তাঁর স্বামীর ডিভোর্স হয়ে গিয়েছে। বিবাহবিচ্ছেদের পর মেয়েকে নিয়ে তিনি একাই থাকতেন। ওই মহিলা নয়ডার একটি সংস্থায় চাকরি করতেন।