Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) এবারের আইপিএল যে মুম্বই এবং পুণে, এই দু’টি শহরে হবে, সে কথা আগেই জানা গিয়েছে। বোর্ডকর্তারাও সরকারি ভাবে সে কথা স্বীকার করে নিয়েছেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন এবং ডিওয়াই পাতিল স্টেডিয়াম মিলিয়ে হবে মোট ৫৫টি ম্যাচ।

২) সিএবি আয়োজিত মহিলাদের টি-২০ লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ক্লাব। ফাইনালে তারা ৭ উইকেটে হারাল রাজস্থান ক্লাবকে। এ বারেই প্রথম এই লিগ শুরু করেছে সিএবি। বুধবার কল্যাণী স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় পায় মহমেডান।

৩) নেপালের জাতীয় দলের ডিফেন্ডার অনন্ত তামাং-কে সই করাল এসসি ইস্টবেঙ্গল। বুধবার ক্লাবের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি তিনি গোয়ায় দলের সঙ্গে যোগ দেবেন।

৪) সাংবাদিকের নাম বলেননি ঋদ্ধিমান সাহা। তবে কেন সাংবাদিক কী বলেছেন তা কেন সবার সামনে প্রকাশ করলেন তিনি? এই নিয়ে ঋদ্ধি বলেন, ওই সাংবাদিক যদি আমার কাছে ক্ষমা চেয়ে নিতেন তা হলে আমি কাউকে কিছু বলতাম না। কিন্তু তাঁর কথা থেকে স্পষ্ট তিনি ক্ষমা চাননি। তাই আমি সেটা সবাইকে জানিয়েছি।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ