Asansol Minor Missing Case: ৫০ বছরের ব্যক্তির বাইকে চড়ে ফেরার বছর ১৫ এর কিশোরী !

0
1

টিউশন(Tuition)পড়তে গিয়ে আর ফেরেনি ১৫ বছরের কিশোরী। নাবালিকা অন্তর্ধান রহস্যে(Mystery of the disappearance of minor) তপ্ত আসানসোলের পাঞ্জাবি মোড় এলাকা। স্থানীয় সূত্রে খবর শেষবার ওই কিশোরীকে দেখা গেছিল পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে। তাঁরই বাইকে করে ওই নাবালিকা (Minor)চলে গেছে বলে আশঙ্কা করছেন এলাকার লোকজন। এরপরই নাবালিকাকে অপহরণ করা হয়েছে, এই দাবি তুলে পুলিশ(Police)ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা।

আরও পড়ুন – আনিস : আমতা থানার সামনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, এলাকায় উত্তেজনা

স্থানীয় সূত্রে খবর আসানসোলের আমড়াসোতা এলাকার বাসিন্দা ১৫ বছরের ওই কিশোরী, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ টিউশন পড়তে যাওয়ার নাম বাড়ি থেকে বাইরে বের হয়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরে না। এরপর পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজ করতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান যে এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির সাথে তাকে শেষবারের মতো দেখা গেছে। এরপরই থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। এরপর পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির সন্ধান পায় পুলিশ, জানা যায় তাঁর নাম কার্তিক মণ্ডল। তাঁকে আটক করে পুলিশ এমনকি তাঁর বাড়িতও তল্লাশি চালায় পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত নাবালিকার কোনও হদিশ মেলেনি।এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসি, ঘটনার প্রতিবাদে পাঞ্জাবিমোড়ে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ চলতে থাকে। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই পুলিশ সামাল দেয়। এমনকি এই ঘটনার নেপথ্যে প্রেমঘটিত কোনও ব্যাপার রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।