ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করতেই সুরক্ষিতভাবে দেশে ফিরলেন। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে দেশে ফিরলেন ছাত্র-সহ মোট ১৮২জন ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার সকাল পৌনে আটটা নাগাদ দিল্লির বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা।

আরও পড়ুন:যুদ্ধ শুরু হতেই মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনতে বিশেষ বিমান পাঠিয়েছিল কেন্দ্র। এদিন সকালেই ওই বিশেষ বিমান ইউক্রেন থেকে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয়। বিশেষ বিমানে করে ভারতীয়কে নিয়ে বিমানবন্দরে পৌঁছয় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি।

দেশের মাটি ছুঁতেই উচ্ছ্বসিত সকলেই। এদিন বিমানবন্দরে নেমে এমবিবিএসের এক ছাত্রী বলেন, ‘আমি যে এলাকাটায় থাকি, সেখানকার অবস্থা ভাল। কারণ, সেটি সীমান্ত থেকে অনেকটা দূরে। কিন্তু, দূতাবাসের তরফে আমাদের ফিরতে বলা হয়। এই সংক্রান্ত নির্দেশিকা জারির পর আমরা ফিরে এলাম।’অন্য এক ছাত্রের গলাতেও প্রশান্তির সুর। সংবাদমাধ্যমকে জানান, ‘গতরাতে আমরা ইউক্রেনে জরুরি বার্তা পাই। আগামী ৩০ দিনের জন্য। তাই আমরা ফিরে এলাম।’
 
 
 
 
 
 
 
 
 
 





























































































































