Rain Forecast:বৃহস্পতিতেই বঙ্গে শুরু বৃষ্টি, কতদিন চলবে দুর্যোগ, জানাল আবহাওয়া দফতর

0
1

বিদায় নিয়েছে শীত।যদিও সকালে ও রাতের দিকে হালকা শীতের আমেজ এখনও রয়েছে। ফাগুনের শুরুতে শীতভাবে আমেজে খুশি শহরবাসী। কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে। শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:Viswabharati: হস্টেল খোলার দাবিতে বিশ্বভারতীতে উত্তেজনা, দফায় দফায় বিক্ষোভ-সংঘর্ষ

শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি বৃষ্টি হলেও তাপমাত্রা নতুন করে কমবে না । বুধবার  কলকাতায় সকালে সামান্য কুয়াশা দিয়ে দিন শুরু । আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর । আগামী দু-তিন দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে । এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিক ।

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস, বৃহস্পতিবার বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই । শুক্রবার উপকূলের জেলাগুলিতে বহালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  তবে, বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টির পরিমাণ কম থাকলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।    শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস।