দেউচা-পাঁচামির জমিদাতা পরিবারের ২২২ জনকে সরকারি চাকরি ও ক্ষতিপূরণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী নিজে হাতে এই নিয়োগপত্র তুলে দেবেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দেউচা-পাঁচামির কাজ শুরুর আগেই ২২২ জনকে মুখ্যমন্ত্রীর চাকরিতে নিয়োগ করার ঘটনা শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেই প্রথম এবং নজিরবিহীন।
আরও পড়ুন:রেল লাইনের ধারে উদ্ধার সিপিএম নেতার রক্তাক্ত দেহ, হাওড়ায় চাঞ্চল্য
এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ২২২ জনের মধ্যে ৫০ জনের হাতে সরাসরি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। একইসঙ্গে ভার্চুয়াল সংযোগে থাকা বীরভূমের জেলাশাসক বিধান রায় স্থানীয় জমিদাতাদের ১৭২ জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। অর্থাৎ, সবমিলিয়ে দেউচা-পাঁচামির কাজ শুরুর আগেই চাকরি পেয়ে গেলেন ২২২ জন। এঁরা সকলেই প্রকল্পের জন্য জমি দেওয়ার লিখিত অঙ্গীকার করেই সরকারি চাকরির নিয়োগপত্র ও সংশোধিত ক্ষতিপূরণ পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত জমিদাতা পরিবারের একজন করে সদস্যদের তাঁদের যোগ্যতা অনুযায়ী জুনিয়ার কন্সটেবল থেকে শুরু করে পুলিশের উচ্চপদে চাকরি দিচ্ছে রাজ্য সরকার।
এশিয়ার বৃহত্তম এই খনি প্রকল্পের জন্য যাতে কোনওভাবেই গ্রামবাসীরা সমস্যায় না পড়েন সেদিকে বাড়তি নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরির পাশাপাশি সংশোধিত ক্ষতিপূরণ পাওয়ায় স্বভাবতই উৎসবের পরিবেশ দেউচা-পাঁচামিতে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরাও।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.