করোনা আবহে প্রায় দেড়মাস বন্ধ থাকার পর ফের খুলল বেলুড় মঠ। গত ২৬ ডিসেম্বর স্বামীজীর জন্মতিথি পালনের পর কোভিডের প্রকোপ বাড়তেই বন্ধ হয়ে যায় বেলুড় মঠ।আজ,বুধবার থেকে ফের সাধারণ মানুষের জন্য খুলে গেল বেলুড় মঠ। প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা। আগের মতোই কোভিড বিধি মেনে ঢুকতে হবে ভক্ত ও সাধারণ দর্শকদের।
আরও পড়ুন:প্রকল্প শুরুই আগেই দেউচা-পাঁচামির ২২২জনকে চাকরি দিচ্ছেন মুখ্যমন্ত্রী
তবে, মন্দির দর্শন ও মহারাজদের প্রণাম করার অনুমতি থাকলেও সন্ধের আরতি দর্শন করা যাবে না। বন্ধ ভোগ বিতরণও।মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তীকালে পরিস্থিতি খতিয়ে দেখে কোভিড বিধি শিথিল করা হবে। করোনা আবহে গত পয়লা জানুয়ারি থেকে বন্ধ ছিল বেলুড় মঠ।
তবে, শিবরাত্রির দিন প্রথম-প্রহরের পুজোয় ভক্তরা উপস্থিত থাকতে পারবেন না। তবে আগামী ৪মার্চ শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে।এছাড়াও, ৪ঠা মার্চ ২০২২, শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে বেলুড় মঠ ভক্ত ও দর্শনার্থীদের জন্য কেবল নির্দিষ্ট সময়ে খোলা থাকবে। ঐদিন সকাল ৬.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত ও বিকাল ৩.৩০টা থেকে ৫.৩০টা পর্যন্ত মঠ খোলা থাকবে। এছাড়াও ঐ দিনের অনুষ্ঠানগুলি এবং বৈকালিক ধর্মসভা ইউ-টিউব -এর মাধ্যমে সম্প্রচারিত হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.