ডিস্কো কিং(Disco King) ইহলোকের মায়া ত্যাগ করে সঙ্গীতজগতকে চিরবিদায় জানিয়েছেন। শোকে মূহ্যমান তাঁর অনুরাগীরা। দীর্ঘ একমাস অসুস্থ হয়ে হাসপাতালে (Hospital) ভর্তি ছিলেন। বাড়ি ফিরে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। প্রয়াত হন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (Obstructive Sleep Apnea) অসুখের কথা । কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ির ছেলে (son of Bappi Lahiri) জানিয়েছেন যে, তিনি এই অসুখের কথা বিশ্বাস করেন না। আর এর জেরেই তৈরি হয়েছে বিতর্ক।

Shah Rukh Khan: ‘পাঠান’ লুকে নয়া ভিডিও শেয়ার করলেন বলিউড বাদশা শাহরুখ খান

বাপ্পি লাহিড়ির প্রয়াণের পর চিকিৎসকরা জানান ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ অসুখের কারণে গোল্ডেন ম্যানের মৃত্যু হয়। কিন্তু এই কথা মানতে নারাজ বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘না, এটা কখনওই শ্বাস প্রশ্বাসের সমস্যা নয়।’


সম্প্রতি এক সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি জানালেন, প্রায় গোটা জানুয়ারি মাসটাই অসুস্থ ছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী। কিন্তু ফেব্রুয়ারির ১৪ তারিখে তিনি বাড়ি ফিরে যেতে চান। তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। পরের দিন থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেন তিনি। ১৫ ফেব্রুয়ারি সন্ধে থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বাপ্পা বলেন হৃদ স্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার কারণেই তাঁর বাবার মৃত্যু হয়েছে। বাবার জীবনের শেষের দিনগুলোর স্মৃতি রোমন্থনে বাপ্পা লাহিড়ি জানান, যে মিউজিক্যাল ম্যান বাপ্পি লাহিড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও গান গাইতেন ।











;



























































































































