বিক্ষুব্ধ কেউ নেই , সকলেই তৃণমূল পরিবারের সদস্য : অরূপ বিশ্বাস

0
1

বিক্ষুব্ধ কেউ নেই, সকলেই তৃণমূল পরিবারের সদস্য। জলপাইগুড়িতে এসে এমন কথাই বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ভোট প্রচারে এসে জলপাইগুড়িতে কর্মিসভা করলেন যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস তথা তৃণমূলের জাতীয় কর্ম সমিতির কোষাধ্যক্ষ। এদিনের কর্মিসভায় জলপাইগুড়ি জেলার সর্বস্তরের নেতাকর্মীরা যেমন উপস্থিত ছিলেন । একই সঙ্গে উপস্থিত ছিলেন নির্দল হিসাবে মনোনয়ন জমা দিতে না পারা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মলয় বন্দ্যোপাধ্যায়। এদিন মন্ত্রীর হাত ধরে এক নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কেন্দ্র করে আমাদের লড়াই। কে কত ভালো কাজ করে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এই নিয়ে আমাদের লড়াই। কোনো বিক্ষুব্ধ নেই। যিনি টিকিট পাননি তিনিও বলছেন আমার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়।  যিনি পেয়েছেন তিনিও বলছেন আমার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়।”