আমতার বাসিন্দা ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে তিন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ, বুধবার
সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

এদিন তিনি বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে সিট। এবংনিরপেক্ষ তদন্ত করছেন সিটের তদন্তকারীরা।
রাজ্য পুলিশের ডিজির আরও দাবি, কোনও কোনও মহল থেকে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। হয়তো কোনও রাজনৈতিক দলের প্রভাব রয়েছে। সিট ইতিমধ্যেই এই ঘটনায় তিন জন গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজনের নাম নির্মল দাস। তিনি আমতা থানার এএসআই। দ্বিতীয় জন হোমগার্ড কাশিনাথ বেরা। এছাড়া সিভিক ভলান্টিয়ারের প্রিতম ভট্টাচার্যকেও আটক করা হয়েছে। তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। মনোজ মালব্য তদন্তে পুলিশকে সহযোগিতার আবেদন করেন আনিসের পরিবার সহ সংশ্লিষ্ট সকলের কাছে।










































































































































