বিধাননগরের MP-MLA স্পেশাল কোর্টে সিঙ্গুর মামলা থেকে বেকসুর খালাস সিঙ্গুর (Singur) কৃষি জমি রক্ষা কমিটির নেতা তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। বুধবার, বেচারাম-সহ ৩১জনকে বেকসুর খালাস করে আদালত।
ফের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, কোথায় জানেন?
বেচারাম মান্না বলেন, আদালতের এই রায়ে তিনি খুশি। সিঙ্গুর আন্দোলন রাজ্যের এক অন্যান্য আন্দোলন। এই আন্দোলনে তাঁর সঙ্গে থাকা অনেক কৃষকের বিরুদ্ধে সেই সময় মোট ৬৮টি মামলা হয়েছিল। এদিন, সেইসব মামলা থেকে আদালত তাঁদের বেকসুর খালাস করে। বেচারামের মতে, এর থেকে প্রমাণিত সেই সময় তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়।