টলিপাড়ায়(Tollywood)বাজল বুঝি বিয়ের সানাই! জল্পনাকে উড়িয়ে দিয়ে ছাদনাতলায় জনপ্রিয় রিয়েল জুটি (Couple) অদৃজা আর ক্রুশাল। প্রেম চলছিল বহুদিন ধরে এবার একসাথে এক পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন দুজনেই। ছোট পর্দার জনপ্রিয় রিয়েল জুটি অদৃজা ক্রুশালও (Adrija & Kushal)বিয়ে করতে চলেছেন। তাঁরা যদিও নিজে মুখে কিছু জানাননি এই বিষয়ে। তবে টলি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে চলতি বছরেই তাঁদের প্রেম পরিণতি পেতে চলেছে। মাঝে মাঝেই দুটিতে মিলে চুটিয়ে প্রেমের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় (Social Media)বেশ কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ারও করেছিলেন দুজনে।


এই তারকা জুটিকে দেখে স্পষ্ট বোঝা তাঁরা একে অপরের প্রেমে মশগুল। রঙিন বসন্ত হোক বা পুজোর আনন্দ অথবা নিউ ইয়ার পার্টি সব জায়গাতেই অদৃজা ও ক্রুশাল জোড়ায় উপস্থিত হন। দুজনকে একসঙ্গে দেখতে বেশ পছন্দও করেন তাঁদের অনুরাগীরা। মাঝে যখন তাঁদের বিচ্ছেদের খবরে টলিউড তোলপাড় তখন এই জুটির ভক্তরাও বেশ ভেঙে পড়েছিলেন। পরে অবশ্য অদৃজা বা ক্রুশাল দুজনেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রেমের ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন তাঁদের সম্পর্ক এখনও আগের মতই রয়েছে। বরং এবার তা আরও একধাপ এগিয়ে গেল। এবার সাতজন্মের বন্ধনে একে অন্যের সাথে জড়িয়ে পড়তে চলেছেন তাঁরা।







































































































































