বাবা- মায়ের কাছে সন্তান নয়নের মণি। সেই নয়নের মণিকে আগলে রেখে বড় করে তোলে তাঁরা। কিন্তু সেই বাবা-মা যদি ‘নয়নের মণি’কে চিরতরে হারিয়ে ফেলে তবে তার থেকে মর্মান্তিক আর কিছুই হতে পারে না। তেমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুরের (Coimbatore) সুলুর গ্রাম। নিজেদের ১৪ বছরের ছেলের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন হতাশাগ্রস্ত এক দম্পতি (a couple committed suicide)।
আরও পড়ুন: মেঘালয়ে ১১ জনের রাজ্য কমিটি ঘোষণা তৃণমূলের
সুলুর গ্রামের (Coimbatore) বাসিন্দা ৩৬ বছর বয়সী ভি সত্যরাজ এবং তাঁর স্ত্রী এস সারন্যার ১৪ বছর বয়সী পুত্র সন্তান গতবছর মারা যায়। ২০২১ সালের ডিসেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়া ওই দম্পতির সন্তান। এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন সত্যরাজ। সোমবার সকালে ওই দম্পতিকে বাড়ির বাইরে বের হতে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা দরজা ধাক্কাতে শুরু করেন। কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। পরে তারা দরজা ভেঙে ঘরে ঢুকতেই সত্যরাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য কোয়েম্বাটুর মেডিক্যাল কলেজে পাঠায়। এই ঘটনায় সিআরপিসির ১৭৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 






























































































































