পুরভোটের প্রচারের আগেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। সোমবার দলীয় কর্মীদের নিয়ে চাকদায় পুরভোটের প্রচারে গিয়ে বিধায়ক বলেন, ‘ভোটদানে বাধা দিলে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে চলে আসবেন’। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। বিজেপি বিধায়কের এহেন উস্কানিমূলক মন্তব্যে রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়েছে।
আরও পড়ুন:আনিস মৃত্যুরহস্য! কঠোর সিট, সাসপেন্ড ৩ পুলিশকর্মী
সোমবার বিকেলে নদিয়ার চাকদায় নির্বাচনী প্রচারসভা করেন বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ। পদ্মচিহ্নে ভোট দেওয়ার আর্জি জানিয়ে নির্বাচনী সভামঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ আঠেরো সালের পঞ্চায়েত আর পনেরো সালের পৌরসভা নির্বাচনের কথা স্মরণ করে আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা নিজেরা প্রয়োগ করুন। আর যদি আপনাদের বাধা দেয়, তাহলে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে চলে আসবেন।’
এপ্রসঙ্গে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভঙ্কর সিংহ বলেন, ‘ এটা খুবই দুর্ভাগ্যজনক কথা। নির্বাচিত জনপ্রতিনিধি, একজন বিধায়ক হয়ে এই কথা বলাটা আমার মনে হয় না ঠিক হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় প্রার্থীদের নিয়ে প্রচার করছেন চাকদায়। কোনও বাধা বিঘ্নের মধ্যে তিনি এখনও পড়েননি। চাকদা শহরের মানুষ অথবা তৃণমূল কংগ্রেস দল কখনোই বিরোধীদের বাধা দেয়নি। মানুষ ওঁদের সঙ্গে নেই। শালীনতা বজায় রেখে কথা বলুন। ভাষার যাতে অপব্যবহার না হয়, সেটাই কামনা করি।’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.