Mamata: দেউচা পাচামিতে জোর করে জমি নয়: লক্ষাধিক চাকরি, জমির দ্বিগুণ দামের ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
4

জমির দ্বিগুণ দাম দেওয়া হবে মালিকদের- মুখ্যমন্ত্রী।

দেউচা পাচামি হলে সেটা বাংলায় একটা দিগন্ত খুলে দেবে। ১০০ বছরে বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু লোক স্বার্থসিদ্ধির জন্য বাধা দিচ্ছে। সোমবার, নবান্নে সংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি জানান, দেউচা পাচামি (Deocha Pochami) হলে লক্ষাধিক কর্ম সংস্থান হবে। মুখ্যমন্ত্রী জানান, জমিদাতাদের দ্বিগুণ দাম দিচ্ছে সরকার। তবে, তিনি স্পষ্ট জানান, জোর করে জমি নেওয়া হবে না। জোর করে কোনও কাজ করার তিনি বিরোধী। কিন্তু যাঁরা বিরোধিতা করছেন তাঁরা সুযোগ হারাচ্ছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দেউচা পাচামি নিয়ে অনেকেই অপপ্রচার করছে। কেউ কেউ ওখানে গিয়ে মিথ্যা প্রচার করছেন। অনেক বেআইনি খাদান মালিক ব্যক্তিগত স্বার্থের কারণে এই শিল্পস্থাপনে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দিচ্ছে। অনেক লড়াই করে রাজ্য এই প্রকল্প আনতে পেরেছে। মুখ্যমন্ত্রী বলেন, যদি এই বাধার ফলে শিল্পস্থাপন না হয়, তাহলে যাঁরা বাধা দিচ্ছেন তাঁরাই দায়ী থাকবেন।

মুখ্যমন্ত্রী বলেন, দেউচা পাচামিতে কাউকে বঞ্চিত করা হবে না। জমির বদলে জমি, বাড়ির বদলে বাড়ি দেওয়া হচ্ছে। বাড়ি করার জন্য দেওয়া হচ্ছে ৭ লক্ষের আর্থিক প্যাকেজ। সাংবাদিক বৈঠক থেকে ফের জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেউচা পাচামিতে প্রতি পরিবার থেকে একজনকে দেওয়া হবে চাকরি। “স্থানীয় ছেলেমেয়েদের চাকরি হোক সেটা আমি চাই”।