Anis: আনিস খানের বিরুদ্ধে পকসো আইনে মামলা ছিল: জানালেন এসপি সৌম্য

0
1

মৃত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) বিরুদ্ধে পকসো আইনের মামলা ছিল- জানালেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সাম্য রায় (Soumya Ray)। তিনি জানান, বাগনান থানায় আনিসের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা ছিল। কোর্ট থেকে সমন জারি করা হয়েছিল। এর জেরেই কিছু হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

যৌন নিগ্রহ থেকে শিশুদের বাঁচাতে প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট চালু হয়। সেই ধারাতেই মামলা দায়ের হয়েছিল আনিসের বিরুদ্ধে। সমনও জারি হয় বলে জানান হাওড়া (Howrah) গ্রামীণ পুলিশ সুপার।

আরও পড়ুন:উত্তর প্রদেশ নির্বাচনে প্রধান ইস্যু কর্মসংস্থান : মোদি-যোগীর দাবির সঙ্গে বাস্তবের মিল নেই    

সাংবাদিক বৈঠকে সৌম্য বলেন, ‘‘আমরা আশ্বাস দিয়েছি, নিরপেক্ষ তদন্ত হবে। সত্য উদ্‌ঘাটন হবেই।’’ আনিসের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে বলে জানান হাওড়া গ্রামীণ পুলিশ সুপার। আনিসের দেহের ময়নাতদন্ত রিপোর্ট এখনও হাতে আসেনি বলে জানান তিনি। আনিসের মোবাইলটিও খুঁজছে পুলিশ।