আর মাত্র কয়েকটা দিন। তারপরই মার্চ মাস। আর এই মাসে লম্বা ছুটির লাইন। তাই আগামী মাসে যদি আপনার ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে আগেভাগেই দেখে নিন এই তালিকা।
আরও পড়ুন: Rahul Dravid: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চিন্তাভাবনা শুরু দ্রাবিড়ের
মার্চে শিবরাত্রি, হোলির মতো অনেক উৎসব রয়েছে। যে কারণে আগামী মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা।রিজার্ভ ব্যাঙ্ক্ অফ ইন্ডিয়া জানিয়েছে, মার্চে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই ছুটির মধ্যে শনি ও রবিবারের ছুটিও ধরা হয়েছে।
একনজরে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিন-
১) ১ মার্চ মহাশিবরাত্রির কারণে আগরতলা, আইজল, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, নয়াদিল্লি, পানাজি, পাটনা ও শিলংয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২) ৬ মার্চ রবিবারের কারণে সাপ্তাহিক ছুটি।
৩) ১২ মার্চ শনিবার অর্থাৎ মাসের দ্বিতীয় শনিবারের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৪) ৩ মার্চ লোসারের কারণে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৫) ৪ মার্চ চাপচার কুটের কারণে আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৬) ১৩ মার্চ রবিবারের কারণে ব্যাঙ্কে কোনও কাজ থাকবে না।
৭) ১৭ মার্চ হোলিকা দহনের কারণে দেরাদুন, কানপুর, লখনউ ও রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৮)১৮ মার্চ হোলি/ধুলেতি/দোল যাত্রার কারণে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, ইম্ফল, কোচি, কলকাতা ও তিরুঅনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৯) ১৯ মার্চ হোলি / ইয়াওসাং এর কারণে ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০) ২০ মার্চ একটি রবিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ।
১১) ২২ মার্চ বিহার দিবসের কারণে পাটনায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১২) ২৬ মার্চ শনিবার মাসের চতুর্থ শনিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ।
১৩) ২৭ মার্চ রবিবারের কারণে ব্যাঙ্কগুলিতে কাজ হবে না।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.