Delhi: আনিসের রহস্যমৃত্যুতে দিল্লিতে প্রতিবাদের চেষ্টা SFI-এর, মিলল না সমর্থন

0
1

রাজ্য ছাড়িয়ে ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে ঝড় তুলতে চেয়েছিল এসএফআই (SFI)। সেই মতো বঙ্গভবনের সামনে প্রতিবাদে জায়গা ঠিক হয়। কিন্তু সোমবার সকালে সাকুল্যে হাতে গোনা SFI সমর্থক জড়ো হন সেখানে। প্রস্তুত ছিল দিল্লি পুলিশ। বঙ্গভবনের সামনে ছিল ব্যারিকেড। কিন্তু তেমন কোনও প্রতিবাদ সংগঠিতই হয়নি। পুলিশ বাসে করে গুটিকয়েক বিক্ষোভকারীকে তুলে নিয়ে যায়।

এর আগে রাজধানীতে অনেক আন্দোলন সংগঠিত করেছে এসএফআই-সহ বাম-ছাত্র সংগঠন। অনেক ক্ষেত্রে বিপুল সাড়াও মিলেছে। কিন্তু আনিসের মৃত্যুর প্রতিবাদ বা তদন্তের দাবিতে কোনও আন্দোলনই সংগঠিত করতে পারল না তারা। সেটা সাংগঠিক দুর্বলতা, না কি এই মৃত্যুর বিষয়ে প্রতিবাদে অনীহা সে বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।