ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে জোরদার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার তদন্তে আমতায় ছাত্রনেতার বাড়িতে যান ডিএসপি ডিএনটি সুব্রত ভৌমিক। নিহতের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনাস্থলও পর্যবেক্ষণ করেন।
অন্যদিকে, এবার স্বতঃপ্রণোদিত মামলার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী কৌস্তুভ বাগচি। আনিসের রহস্যমৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে আইনজীবী কৌস্তুভ বাগচি হাইকোর্টের হস্তক্ষেপ চাইলেন।
জানা গিয়েছে, আজ সোমবার দুপুর ২টোয় লিখিত পিটিশন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থারের।
আরও পড়ুন:International Language Day: ‘আমরা সব ভাষাকে ভালোবাসি’, ভাষা দিবসে ট্যুইট মুখ্যমন্ত্রীর