একদিনের ( ODI) সিরিজের পর টি-২০ (T-20) সিরিজেও দাপট দেখাল ভারতীয় দল (India Team)। ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। রবিবার তৃতীয় টি-২০ ম্যাচে পোলার্ডদের বিরুদ্ধে ১৭ রানে জিতল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ৩-০। ম্যাচ এবং সিরিজ সেরা সূর্যকুমার যাদব।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কিরন পোলার্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে রোহিত শর্মার দল। ভারতের দুরন্ত ব্যাটিং সূর্যকুমার যাদবের। ৬৫ রান করেন তিনি। ৩৪ রান করেন ইশান কিষান। ৩৫ রানে অপরাজিত ভেঙ্কটেশ আইয়র। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন হোল্ডার, শেপার্ড, রোস্টন চেস, হায়ডেন ওয়ালস এবং ডোমিনিক।

জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই চালান নিকোলাস পোরান। ৬১ রান করেন তিনি। ২৫ রান করেন পোয়েল। ২৯ রান করেন শেপার্ড। ভারতের হয়ে তিন উইকেট নেন হর্ষল প্যাটেল। দুটি করে উইকেট নেন দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়র, শার্দুল ঠাকুর।
আরও পড়ুন:Sunil Gavaskar: শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহানে, পুজারা বাদ যাওয়ায় অবাক নন গাভাস্কর











































































































































