Abjijit Banerjee : প্রয়াত বর্ষীয়ান বরেণ্য সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

0
2

ফের নক্ষত্র পতন বাংলা সঙ্গীত জগতে । চলে গেলেন বিশিষ্ট সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (composer Abjijit Banerjee) । বহু কালজয়ী বাংলা গানের স্রষ্টা ছিলেন তিনি। ‘সারাদিন তোমায় ভেবে’, ‘ও পাখি উড়ে আয়’, ‘যদি কানে কানে’ ইত্যাদি বহু বিখ্যাত গানে সুর করেছিলেন তিনি।

তার সুরে কণ্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র থেকে শুরু করে হৈমন্তী শুক্লা, শ্রীরাধা বন্দোপাধ্যায় সহ একাধিক বিখ্যাত জনপ্রিয় শিল্পী। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে সুবীর সেনের গাওয়া ‘সারাদিন তোমায় ভেবে’ কিংবা হৈমন্তী শুক্লার গাওয়া ‘এখনও সারেঙ্গিটা বাজছে’ এখনো সকলের মুখে মুখে ফেরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এমন একটি দুঃখের খবরে স্বভাবতই মুষড়ে পড়েছেন বাংলার সঙ্গীতপ্রেমীরা । এদিন সোশ্যাল মাধ্যমে বর্ষীয়ান সুরকারের প্রয়াণের খবর জানিয়েছেন সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী।