বিক্ষুব্ধরা ভোটে জিতলেও আর দলে ফিরতে পারবেন না স্পষ্ট বললেন সৌগত

0
1

‘যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন তাঁদের আর কোনওদিন দলে ফিরিয়ে নেওয়া হবে না। কোনও সুযোগ নেই।’ কামারহাটি পুরসভার প্রচারে এসে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন:Assembly Election:পাঞ্জাবে শুরু ভোটগ্রহণ, উত্তরপ্রদেশে আজ তৃতীয় দফার ভোট

পুরসভার প্রার্থী ঘোষণা হতেই তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে টিকিট না পাওয়ায় বিক্ষোভ লক্ষ্য করা যায়। স্থানীয়ভাবে দলের উচ্চস্তরের নেতৃত্বের কাছে ক্ষোভ উগরে দেওয়া ছাড়াও জায়গায় জায়গায় অবরোধ এবং বিক্ষোভ দেখান তারা। দলের টিকিট না পেয়ে অনেকেই নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেন। এদিন কড়া ভাষায় সাংসদ বলেন, ভোটে জিতলেও বিক্ষুব্ধদের আর ফেরত নেবে না তৃণমূল কংগ্রেস।

বিক্ষুব্ধদের সম্পর্কে তৃণমূলের হুঁশিয়ারি ছিল দলের উচ্চস্তরের নেতৃত্বকে ৪৮ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার অথবা কড়া ব্যবস্থার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হওয়া। অভিমান ভুলে কেউ কেউ শেষপর্যন্ত দলের হয়ে কাজের সিদ্ধান্ত নিলেও অনেক জায়গায় বিক্ষুব্ধরা লড়াইয়ের ময়দানেই অটল থেকেছেন। যে বিষয়ে ব্যবস্থাও নিয়েছে তৃণমূল। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার জন্য বেশ কয়েকজন বিক্ষুব্ধকে জেলায় জেলায় ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে।  শনিবার কামারহাটি পুরসভা এলাকায় একসঙ্গে প্রচারে সামিল হন সাংসদ সৌগত রায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র।