Prosenjit-Rituparna: সামনেই বিয়ে, রবিবারের সকালে প্রসেনজিতের বাড়িতে হাজির ঋতুপর্ণা

0
4

সামনেই তাঁদের বিয়ে,’ ভালবাসার দিন’ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ডিজিটাল নিমন্ত্রণ পত্রে (Digital Invitation Card)সেকথা সবাইকে জানিয়েছেন তাঁরা। এবার আচমকাই বুম্বাদার(Prosenjit Chattopadhyay)বাড়িতে হামলা চালালেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)রবিবাসরীয় সকালে ‘প্রাক্তন’ জুটি গল্প আড্ডায় দারুণ সময় কাটালেন।ঋতুপর্ণার সঙ্গে একটি ছবি দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন,‘রকিকে সারপ্রাইজ দিতে কে হাজির দেখুন!’আর তা দেখেই একগাল হাসি প্রসেনজিৎ-ঋতুপর্ণার অনুরাগীদের মুখে।

আরও পড়ুন- Viral: গোপনাঙ্গে ট্যাটু! তরুণের চিৎকারে দিশেহারা শিল্পী

১৪ ফেরুয়ারি ‘ভ্যালেন্টাইন্স ডে’-তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তর বিয়ের কার্ড সামনে এসেছিল, যেখানে লেখা ছিল-

‘সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া,

বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামীদিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের দ্বারা ত্রুটি মার্জনীয়।

বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

বিয়ে সম্পর্কিত যে কোনও রকম তথ্যের জন্য কোনওরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’

এবার রবিবার ছুটির দিন নায়িকা হাজির হলেন ‘প্রাক্তন’নায়কের বাড়িতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে প্রসেনজিতের পোষ্য রকিকে কোলে নিয়ে আদর করছেন অভিনেত্রী। পাশেই একগাল হেসে দাঁড়িয়ে আছেন গ্ল্যামারাস নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। সূত্রের খবর কৌশিক গাঙ্গুলির ‘ দৃষ্টিকোণ’ এর পর এই জনপ্রিয় জুটিকে আর সেভাবে সিলভার স্ক্রিনে দেখতে পাননি দর্শক। তাই রুপোলি পর্দায় কামব্যাক করতে অভিনব প্রচার সারছেন প্রসেনজিৎ- ঋতুপর্ণা। তাঁদের আগামি ছবির পরিচালক সম্রাট শর্মা। তবে এই ছবির বিষয় নিয়ে কিংবা ছবির শ্যুটিং ডেট নিয়ে এখনই মুখ খুলছেন না কেউই। সেটা আপতত সারপ্রাইজ। তবে বুম্বাদার শেয়ার করা ছবি দেখে সবাই বলছেন ‘প্রাক্তন’ নয় প্রসেনজিৎ- ঋতুপর্ণা হলেন ‘পারফেক্ট জুটি’।